মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতের বিকট শব্দে হার্ট দঅ্যাটাকে চিনু তাঁতী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চিনু তাঁতি আমরাইল ছড়া চা বাগানের ১১ নং সেকশন এলাকার যজো তাঁতীর ছেলে।
শ্রীমঙ্গল উপজেলার ৯ নং সাতগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য বিকাশ দত্ত বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আমরাইল ছড়া চা বাগানের বয়েলটিলা এলাকায় চিনু তাঁতী নামে এক চা শ্রমিক বজ্রপাতের আওয়াজে হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে শুনেছি। তবে তার শরীরের বজ্রপাতের কোনো চিহ্ন নেই।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে চিনু তাঁতী ও তার স্ত্রী বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়িতে ফেরার পথে আকস্মিক ঝড়ের শিকার হন। ওই সময় আকাশে মেঘ করে ভয়ঙ্কর বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে মাটিতে পড়ে যান চা শ্রমিক চিনু তাঁতী। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার আমরাইল চা বাগানের স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে কালিঘাট চা বাগান হাসপাতালে রেফার্ড করেন। এখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চিনু তাঁতীকে মৃত ঘোষণা করেন।
কালিঘাট চা বাগান হাসপাতাল সূত্র জানায়, চিনু তাঁতীর শরীরে বজ্রপাতের কোনো চিহ্ন নেই। হয়তো বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মারা যেতে পারেন। তবে আমাদের হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।