× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে বর্ষসেরা পুরস্কার পেলেন হোবাইব সজীব

কক্সবাজার প্রতিনিধি।

১৪ মে ২০২৫, ১৮:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন দৈনিক গণসংযোগ পত্রিকার বিশেষ প্রতিনিধি হোবাইব সজীব। তিনি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি। তিনি দৈনিক সংবাদ সারাবেলার কক্সবাজার প্রতিনিধিও হই।

মঙ্গলবার (১৩ মে) রাতে  দৈনিক গণসংযোগ -এর কক্সবাজার গ্রীণভ্যালী কার্যালয়ে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক ও  সেরা বিজ্ঞাপন দাতা হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন দৈনিক গণসংযোগ  প্রতিষ্ঠানটির সম্পাদক সাইফুর রহীম শাহীন ও নিবার্হী সম্পাদক জাহেদ হোসেন। তিনি ২০২৪ সালে অনুসন্ধানী নির্ভরযোগ্য রিপোর্ট করায় কক্সবাজার জেলায় অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে  বর্ষসেরা পুরস্কারটি পেয়েছেন। 


সম্মাননা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হোবাইব সজীব  বলেন, পুরুস্কারটি কর্মস্থলের অনুষ্টানে অসুস্থ জনিত কারণে উপস্থিত হতে না পেরে সেখানে অতিথিদের কাজ থেকে নিতে পারেনি তার পরেও সম্পাদক মহোদয়ের হাত থেকে নিতে পেরেছি এটি আমার জন্য এ প্রাপ্তি অনেক বড়। এ সফলতার পেছনের গল্পটা অনেকেই হয়তো জানে না বা কখনও জানবে না। কিন্তু আমি জানি কতটুকু পরিশ্রম করেছি। আমি মনে করি, এ সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার পাঠক মহলের। আর আমার অফিসের সেই মানুষগুলো, যাদের থেকে আমি প্রতিনিয়ত শিখছি। দোয়া রাখবেন, এ ধারা অব্যাহত রেখে জীবনে যেন ভালো কিছু করতে পারি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.