রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের এক মাসের সর্বোচ্চ ২০টি নরমাল ডেলিভারি রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা এবং বাঙ্গালহালিয়া তিনটি ইউনিয়ন থেকে গর্ভকালীন সেবা নিতে আসা গর্ভবতী মহিলাদের রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নরমাল ডেলিভারি করানো হয়। এছাড়াও এর আগে মার্চ মাসেও ১৬টি নরম্যাল ডেলিভারি করানো হয়।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হওয়ার কারণে তারা গর্ভকালীন সময়ে হাসপাতালের সেবা নিতে আগ্রহী হচ্ছেন এবং গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু ধীরে ধীরে কমে আসছে। এই নরম্যাল ডেলিভারিগুলোতে বড় ধরনের কোনো জটিলতা তৈরি হয়নি। যার ফলে সাধারণ মানুষেরা গর্ভকালীন সময়ে হাসপাতালে সেবা নিতে আগ্রহী হবেন বলে আশা করি।