রংপুরের বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পৃথক দুটি স্থান থেকে ৪ জন আটক। বুধবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে রেক্টিফাইড স্পিরিটের ৩২ বোতলসহ মহুবার রহমান (৫৭) কে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে পৌর শহরের সাহাপুর ছকিমউদ্দিন ডাঙ্গা থেকে নেশা সেবন করা অবস্থায় ৩ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বদরগঞ্জের দুইটি স্থানে অভিযান পরিচালনা করে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে দুইটি আলাদা জায়গা থেকে একজন মাদক ব্যবসায়ী ও তিনজন নেশা সেবনকারী অবস্থায় আটক করা হয়। পরে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত হলেন,মহুবার রহমান (৫৭), শাহেবুল ইসলাম (৩২), এজাবুল (৪০),মমিনুল হক (ওরফে) মংকু (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।