× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও ইয়াবাসহ তিনজন আটক

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর প্রিতিনিধি।

১৪ মে ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুর নালিতাবাড়ী থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাই জিরা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ২৭ পিস কথিত ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়,  (১৪ মে) দুপুর  দিকে বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যের চালানসহ এক যুবককে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম সোহেল রানা (২২), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- গিলাবই, থানা- হালুয়াঘাট। তার কাছ থেকে ৮ বস্তায় মোট ২৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন চোরাকারবারি পালিয়ে যায়।

অন্যদিকে,(১৩ মে) রাত ৯টার দিকে শহরের তারাগঞ্জ এলাকায় শহীদ মিনারের পেছনে ভোগাই নদীর পাড়ে অভিযান চালিয়ে আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২৫ ও ২ পিস ইয়াবাসহ সর্বমোট ২৭ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৮ হাজার ১০০ টাকা। আটককৃত মুবিন পৌর শহরের উত্তর বাজারের শাহাদত হোসেনের পুত্র ও আল রিসান পশ্চিম রানীগাও এলাকার আনোয়ারুল মঞ্জিলের পুত্র।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করত। পুলিশ পলাতক অন্যান্য চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান,উভয় ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.