চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা আমতল এলাকায় ধানী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ টি স্কেভেটর ও ৩ টি ডাম্পার ট্রাক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্প।
১৪ মে চন্দনাইশে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পে কর্মরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ১টি স্কেভেটর, ৩টি ডাম্পার ট্রাক ও ২ জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ২০/২৫ টি ডাম্পার পালিয়ে যায়। পরবর্তীতে এস্কাভেটর এবং ডাম্পার ৩টি বিকল করে দেয় সেনাবাহিনী। আটককৃতরা উপজেলার ওসমান আলীর ছেলে সাহরুপ (২২), সাতকানিয়া তুলাতুলীর জাহাঙ্গীর আলমের ছেলে রুহিত (২০) দেরকে জিজ্ঞাসা বাদ শেষে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর কর্মকর্তারা।