× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলাকান্দা ইউনিয়ন পরিষদের ১কোটি টাকার বাজেট ঘোষণা

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর প্রতিনিধি।

১৫ মে ২০২৫, ১৬:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  কলাকান্দা ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার  (১৫ মে )  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপির (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান মেহেদী হাসান এই বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা, এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৩১ হাজার ২৭৬  টাকা উদ্বৃত্ত ১২  লাখ  ৮৬, ৭৪  টাকা ৷

বাজেট ঘোষনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, এই বাজেট ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে বদ্ধপরিকর।
আলোচনা শেষে কলাকান্দা ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কাজ বস্তবায়নে  এলাকার সকলের সহযোগীতাও কামনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান ৷

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, ইউপি সদস্য বিন্দু  ও  এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.