চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপির (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান মেহেদী হাসান এই বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা, এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৩১ হাজার ২৭৬ টাকা উদ্বৃত্ত ১২ লাখ ৮৬, ৭৪ টাকা ৷
বাজেট ঘোষনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, এই বাজেট ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে বদ্ধপরিকর।
আলোচনা শেষে কলাকান্দা ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কাজ বস্তবায়নে এলাকার সকলের সহযোগীতাও কামনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান ৷
এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, ইউপি সদস্য বিন্দু ও এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।