× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে চামড়া ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি।

১৫ মে ২০২৫, ১৭:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের চামড়া ব্যবসায়ী ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় আনান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা পরিষদ সচিব শামীম ভুঁইয়া, বিসিকের প্রমোশন অফিসার কিশোর কুমার, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সায়দার খান, সহ-সভাপতি নাসিম খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকীসহ চামড়া ব্যবসায়ীরা।

এসময় জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে লবন সিন্ডিকেট রোধ, কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা ও মৌসুমের এক মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রশাসনের কাছে দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.