× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের মতবিনিময়

সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।

১৫ মে ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)। বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুরের নিজ বাসভবনে এই সভার আয়োজন করেন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয়তাবাদী চিন্তাধারাকে লালন করে আসছেন। সভায় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক,  রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সভায় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছি। এখন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করতে চাই। সেজন্যই জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরপেক্ষতা ও সাহসী ভূমিকার মাধ্যমেই সমাজে সঠিক তথ্য পৌঁছায় এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। এছাড়াও তিনি স্থানীয় উন্নয়ন, তরুণ সমাজের ভূমিকা এবং রাজনৈতিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম এবং আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর রহমান হামিদসহ প্রথম আলো, সমকাল, কালের কন্ঠ, আজকেরপত্রিকা, খোলাকাগজ, করতোয়া পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.