× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে নিন্ম আয়ের মানুষদের জন্য সুলভ বাজারের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

১৫ মে ২০২৫, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে নিন্ম আয়ের মানুষদের স্বল্প মুল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ওষুধ ক্রয়ের সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে সুলভ বাজারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৫মে) বিকেলে পৌরশহরের কাচারিপাড়া এলাকায় ফিটা কেটে এই বাজারের উদ্বোধন করা হয়।

সুলভ বাজারের পরিচালক ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় থেকে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য আকাশচুম্বি হয়ে গেছে। নিন্ম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। মানুষ নিয়ম মাফিক ক্ষেতে পারতো না। সেখানে বড় মাছ কিংবা মাংস খাওয়াটা তাদের নিকট অনেকটা স্বপ্নের মতো হয়ে উঠেছিল। আবার অসুস্থ্য হলেও ওষুধ সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ওষুধ কিনতে পারতেন না। এসব বিবেচনা করেই বিশেষ পদ্ধতিতে এসব পরিবারগুলোর নিকট সুলভ মুল্যে খাদ্য সামগ্রি ও ওষুধ পত্র তুলে দিতে অনেকটা সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে সুলভ বাজার কাজ করবে।

মেহেদী আরও বলেন, মানুষ ইচ্ছে করলেই দামের কারণে বড় আকারের এক কেজি মাছ কিনতে পারেন না। আবার এক কেজি গরু কিংবা খাসির মাংসও কিনতে পারেন না। এমনকি একটি বয়লার মুরগিও কিনতে পারেন না। সেইসব পরিবারের কথা বিবেচনা করে ২৫০ গ্রাম পর্যন্ত মাছ ও মাংস সুলভ বাজারে বিক্রয় করা হবে। একই সাথে সুলভ মুল্যে শিশু খাদ্যও বিক্রয় করা হবে। আশা করি সুলভ বাজারের মাধ্যমে আমি মানুষের সেবা করতে সক্ষম হবো।

এর আগে ফিটা কেটে সুলভ বাজারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেদী হাসানের মা হেলেনা সামাদ। এই সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, মাওলানা, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণের প্রত্যাশা সুলভ বাজারটি এলাকার নিন্ম আয়ের মানুষদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.