রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর এলাকায় ছয় চাকার একটি লারকিবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াই টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির ও বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দূর্ঘটনায় নিহতরা হলেন—নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদু চাকমা (৩০)। তারা সবাই পেশায় শ্রমিক বলে জানা গেছে।
এছাড়া আহতরা হলেন—সুমন চাকমা (২৭), সুহেল চাকমা (৩২) এবং দোলনেয়ে চাকমা (২৮)। আহত তিন জন বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সড়ক থেকে লারকিবাহী একটি ছয় চাকার ট্রলি বাঘাইছড়ি আসছিল। পথে আর্য্যপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং চালক সহ আহত হন আরও তিন জন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা জানান, দুপুরে ট্রলিটি বাঘাইছড়ির সীমান্ত সড়ক থেকে লারকি (কাঠের লম্বা টুকরা) বোঝাই করে বাঘাইছড়ি ফিরছিলো। ট্রলিটি বাঘাইছড়ি ইউনিয়নের আর্য্যপুর রাবার বাগান এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।