ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৫ সালের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে পাঁচটায় ঝালকাঠি পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে উপস্থিত আদর্শ সার্কেল পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার।
লিখিত পরীক্ষায় ২০২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হন ২৭ জন প্রার্থী। দীর্ঘ প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৯ জন। এছাড়াও ২ জন প্রার্থীকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়। পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় নিজেই নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন- মো. সিয়াম খান, প্রিতম দাস, এইচএম মানজারুল ইসলাম, লামিয়া আক্তার, মো. খাইরুল আহমেদ রিয়াদ, মো. হাজ্জাজ বিন নাইম, সৈয়দ মারজান, মো. সিফাতুল ইসলাম এবং প্রান্ত চন্দ্র শীল। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন মো. জাহিদ তালুকদার ও মাহাদি হাসান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত প্রার্থীদের পরিবার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রার্থীদের হাতে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়।
চূড়ান্তভাবে নির্বাচিত ৯ জন প্রশিক্ষণার্থী কনস্টেবলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আপনারা এখন থেকে পুলিশের অংশ, তাই শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির পতাকা বহন করবেন। সততা ও দেশপ্রেমই হবে আপনাদের পথচলার মূল ভিত্তি।
এখানে সরকারি নিয়ম অনুযায়ী ১২০ টাকার বিনিময়ে চাকরির সুযোগ হয়েছে সবার। ভবিষ্যতেও এই ধরনের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়া ছিল কঠোর ও প্রতিযোগিতাপূর্ণ।