বেতন-ভাতা ও ০৫ দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার ১৭ই মে সকালে শহরের মিশনমোড় চত্বরে আয়োজিত মানববন্ধন এ বক্তারা বলেন, গত পাঁচ মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না, পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
মানববন্ধনে অংশ নিয়ে কর্মীরা ৫ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে বকেয়া পাঁচ মাসের বেতন-ভাতা ও উৎসবভাতা প্রদান, প্রকল্পের সকল জনবলকে পদসহ রাজস্বখাতে অন্তর্ভুক্ত, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর, কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন প্রদান এবং শিক্ষকদের সম্মানজনক হারে বেতন বৃদ্ধির দাবি।এ সময় কয়েক মিনিট সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা উপ-পরিচালক রেজাউল করিম বলেন, “শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সরকারের উচ্চমহলে বিষয়টি অবহিত করেছি। আশা করছি, দ্রুত সমাধান আসবে।” তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধারণের অনুরোধ জানান।
আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, এই কর্মসূচিতে অংশ নিতে এসে সড়ক দুর্ঘটনায় আমাদের তিনজন সহকর্মী প্রাণ হারিয়েছেন। এই বেদনাকে শক্তিতে পরিণত করে আমরা আন্দোলন চালিয়ে যাব। ঈদের আগেই দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।