× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পানি নিষ্কাশনের অভাবে ডুবছে সড়ক

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

১৭ মে ২০২৫, ১৭:০২ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজারের উজানের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি নিষ্কাশনের সরকারি খাল ও বালু মহাল ‘দেওছড়া’ ভরাট হওয়ায় এবং খালের ভূমি প্রভাবশালীরা জবর দখল করায় অফিসবাজার-শাহবাজপুর এলজিইডি রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। দ্রুত পানি নিষ্কাষিত না হওয়ায় বৃষ্টি আর পাহাড়ি ঢল নামলেই তলিয়ে যায় অফিসবাজারের অলি-গলি, দোকানপাট ও রাস্তাঘাট। এবার মৌসুমের শুরুতেই দুই দফা এলাকা প্লাবিত করেছে দেওছড়া খালটি। এতে লোকজন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।খাল সংলগ্ন রাস্তাটি পাহাড়ি ঢলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ব্যাহত হচ্ছে সাবাজপুর চা বাগানের উৎপাদিত চা ও মালামাল পরিবহন। এলাকাবাসী সরকারি এ খালটির পুনঃখনন ও অবৈধ দখলকৃত ভূমি উদ্ধারের দাবি জানিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার ও সাবাজপুর চা বাগানের পূর্বাঞ্চলের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি চা বাগানে যাতায়াতের একমাত্র রাস্তা অফিসবাজার-সাবাজপুর চা বাগান এলজিইডি রাস্তার পাশ দিয়ে প্রবাহিত দেওছড়া খাল দিয়ে নিজ বাহাদুর এলাকায় সরকারি খালে নিষ্কাষিত হয়। এছাড়া প্রায় তিন কিলোমিটার স্থানের উভয়পাশের ভূমি মালিকগণ খালের বেশিরভাগ অংশ ভরাট করে কেউ লাগিয়েছেন বাঁশঝাড়, কেউবা লাগিয়েছেন বিভিন্ন প্রজাতির গাছপালা। ম্যাপ অনুযায়ি খালটির চওড়া ২০ থেকে ২৫ ফুট হলেও এখন কোনো কোনো স্থানে নেই ১০ ফুটও। উজানের পানি নেমে অফিসবাজারের উত্তর পাশের সড়ক ও জনপথের ব্রিজের নিচ দিয়েও প্রবাহিত হয়। কিন্তু প্রভাবশালিরা এই ব্রিজের মুখ বন্ধ করে দোকানপাট নির্মাণ করায় পানি নিষ্কাষন বাধাগ্রস্ত হওয়ায় খাল সংলগ্ন রাস্তা ও বাজারের রাস্তার উপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হয়। এতে প্রতি বছর ৫ থেকে ১০/১২ বার পর্যন্ত খালের উভয়পারের বাসিন্দারা ও ব্যবসায়িদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। গত বুধবারের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় চা বাগানের রাস্তা ও অফিসবাজারের অর্ধশতাধিক দোকানপাট।

সাবাজপুর চা বাগানের ব্যবস্থাপক নাহিদ ফেরদৌস জানান, গত কয়েক দিনের বৃষ্টিপাতে সাবাজপুর বাগান হতে অফিসবাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার বিভিন্ন পয়েন্ট তলিয়ে যায়। বিভিন্ন জায়গায় খালের তীর ধসে পড়ে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাগান কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করলেও খনন আর দখলমুক্ত না করায় তা কোনো কাজে আসে না।
অফিসবাজার ব্যবসায়ি সমিতির উপদেষ্টা আব্দুল কুদ্দুস স্বপন ও সভাপতি কামাল উদ্দিন জানান, দেওছড়া খালটি ভরাট ও অবৈধ দখলের কারণে খালের উভয়পারের কয়েকটি গ্রামের মানুষজন ও অফিসবাজারের ব্যবসায়িরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বাজারের উত্তর পাশের ব্রিজের মুখ বন্ধ করে দেওয়ায় খালের পানি নিষ্কাষিত হতে পারে না। রাস্তা ও বাজারের উপর দিয়ে পানি নামতে গিয়ে লোকজন ও ব্যবসায়িদের মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। এলাকাবাসি দেওছড়া খাল পুনঃখনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, বিষয়টি কেউ তাকে জানাননি। তবে, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.