× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে দারোগার চুরি হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

১৭ মে ২০২৫, ১৭:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এসআই’র ভাড়া বাসা থেকে চুরি হওয়া একটি পিস্তল (৯এমএম,বাট নং-০৫৮৮৫৬), ২টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হওয়ার ১১দিন পর ঢাকার শাহআলী থানা এলাকা থেকে উদ্ধার ও ২জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ মে ২০২৫) সন্ধায় ডিএমপি’র ডিবি, চাঁদপুর জেলা ডিবি পুলিশ এবং ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় শাহআলী থানা এলাকা অস্ত্র উদ্ধার ও আটকের এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো: বরগুনা জেলার বেতাগি উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের উত্তর ভোড়া গ্রামের আজিজ খানের ছেলে রুবেল খান (৩৬) এবং ঝালকাঠি জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের জালাল উদ্দিনের ছেলে সুমন (৩৫)। এদের মধ্যে সুমন অস্ত্র চুরি করে এবং রুবেল খান সুমনের কাছ থেকে অস্ত্রটি ক্রয় করেছিল। 

পুলিশ জানায়, গত ৫মে ফরিদগঞ্জ থানার এসআই মো: রাকিব উদ্দিন ভূঁইয়া’র ভাড়া বাসা থেকে একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এসআই রকিব উদ্দিন সাময়িক বরখান্ত হন। পুলিশ ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে সন্দেহভাজন দুই চোরকে চিহ্নিত করে। তাদের ধরিয়ে দিতে ওসি একলক্ষ টাকা পুরষ্কারও ঘোষণা করেন। 

পুলিশের একটি সূত্র জানায়, চুরির ঘটনার পর থেকে থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অস্ত্র উদ্ধারে ও চোর আটকের চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা ডিবি পুলিশ তদন্তের একপর্যায়ে নিশ্চিত হয় সন্দেহভাজন ঐ দুই চোর চাঁদপুরে একটি হোটেলে রাত্রিযাপন করেছিল। সেই হোটেলে প্রদানকৃত তাদের একটি মুঠোফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর জেলা ডিবি পুলিশ ডিএমপি’র ডিবি, এবং ফরিদগঞ্জ থানা পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযানে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে প্রথমে অস্ত্র চোর সুমন(৩৫)কে আটক করে। তার দেয়া তথ্য মতে বরগুনা জেলার বেতাগি থানা পুলিশের সহযোগিতায় বেতাগি এলাকা থেকে সেই অস্ত্র ক্রেতা রুবেল খান(৩৬)কে আটক করে। পরে রুবেল’র দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৬মে ২০২৫) সন্ধায় যৌথ অভিযান পরিচালনাকারী টিম ঢাকার শাহআলী থানা পুলিশের সহযোগিতায় শাহআলী এলাকা থেকে চুরি হওয়া পিস্তল, ২টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। সিসি ক্যামেরার ফুটেজ চেক করে পাওয়া সন্দেহভাজন দুই চোরের একজন এখনো পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম চুরি হওয়া অস্ত্র উদ্ধার ও দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.