× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বহু অপেক্ষার পর দেশে ফিরলো সৌদি প্রবাসীর লাশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

১৭ মে ২০২৫, ১৭:১৩ পিএম

ছবি : সংগৃহিত

ফরিদপুরের সালথায় মৃত্যুর তিনমাস পর দেশে ফিরেছে সৌদি প্রবাসী নুরআলম খানের মরদেহ। সে উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর আলী খানের ছেলে। মৃত্যুকালে সে এক ছেলে, এক মেয়ে ও ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যান।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। 

পরিবারের সুখের কথা চিন্তা করে ২০২৪ সালের শেষের দিকে সৌদি আরবে পাড়ি জমান নুরআলম খান (৩৬)। ভাগ্যের নির্মম পরিহাস দুই মাসের মাথায় ২০ জানুয়ারী, ২০২৫ তারিখে সৌদি আরবের রিয়াদে সড়ক দূর্ঘটনার শিকার হন নুরআলম। আহত অবস্থায় তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তার দুটি পা কেটে ফেলে চিকিৎসকরা।  ২০ দিন চিকিৎসা গ্রহন শেষে গত ১১ ফেব্রুয়ারী শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহতের আত্মীয় মাহফুজ খান বলেন, ধার-দেনা করে বিদেশ গেছিল আমার ভাইরা-ভাই নুরআলম খান। পৈতৃক ভিটা বাদে তার কোনো জমি-জমা নাই। তার মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.