× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩,আহত ৪

ডুমুরিয়া প্রতিনিধি।

১৭ মে ২০২৫, ১৭:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক। 

শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিদ্রা চালক কয়রা থানার ভান্ডারপোল গ্রামের আলি হোসেন গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), একই থানার কুশোডাঙ্গা গ্রামের মৃত নুর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫২), চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০)। আহতরা হলেন, চৌকুনি গ্রামের মসজিদের ইমান ও মোতালেব গাজীর ছেলে মইনুল ইসলাম গাজী (৩৫), একসরা গ্রামের আফিল উদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়ল (৩৮) ও আব্দুস সাত্তার।

খর্নিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শিমুল মন্ডল বলেন, কয়রা থেকে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় যোগদানের উদ্যোশে রওনা দেয়। খুলনা সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া থানার গোলনা গ্রামের গৌতমের গ্যারেজের সামনে আসলে সাতক্ষীরাগামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর তেলবাহী ট্রাক যশোর-ঢ-৪১-০০০৪ সাথে খুলনাগামী যাত্রীবাহী মাহিন্দ্রা- থ-১১-০১৭৫ এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগম আহত ইউনুচ মোড়ল, মনিরুজ্জামান, আব্দুস সাত্তার ও মইনুল ইসলাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত ৩ জনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ী রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। মর্মান্তিক এ ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.