চন্দনাইশের বদুরপাড়া রাস্তারমাথা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। তার নাম কুসুম আকতার (৪০)। খবর পেয়ে গত ১৬ মে রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া রাস্তার মাথা সংলগ্ন কালর্ভাটের পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া কুসুম আকতার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব এলাহাবাদ সওদাগর বাড়ির সুরত আলীর মেয়ে। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানান তার মামা হাছি মিয়া।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া কালর্ভাটের পাশ থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে রাতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।