× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে তাপসের নেতৃত্বে আনন্দ মিছিল ও জনসভা

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৭ মে ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজী মো. নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে বিশাল মিছিল ও জন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭-ই মে শনিবার বিকালে  আলীয়াবাদ-মাঝিকাড়াস্থ জেলা পরিষদ বাস স্টেশন থেকে নবীনগর সদরের আধুনিক  সমবায় সুপার মার্কেটের সামনে আনন্দ মিছিল শেষে জন-সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, সাবেক মেয়র মো. মাইনুউদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হযরত আলী,  মফিজুর রহমান মুকুল, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু সায়েদ, সাবেক কাউন্সিলর মামুন, সাবেক কাউন্সিলর মো. তাহের মিয়া, উপজেলা যুব দলের আহবায়ক এমদাদুল বারী, পৌর যুব দলের আহবায়ক আলী আজ্জম, ইকবাল মোল্লা, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, নবীনগর সরকারি কলেজ শাখার আহবায়ক সামদানি হৃদয়সহ অন্যান্যরা। 

কাজী মো. কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমি নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো। আজকের আনন্দ মিছিল আমাদের বিজয় মিছিল। 

হযরত আলী বলেন, নবীনগরের তিন বারের এমপি মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান  কাজী মো. নাজমুল হোসেন তাপস ভাইকে ইনশাআল্লাহ আমরা এমপি হিসেবে পাবো। 

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.