× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্ল্যাটফর্মে ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।

১৭ মে ২০২৫, ১৮:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভালুকা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হলো "বিনিয়োগ উন্নয়ন ও ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তি" শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিডা সদস্য ও অতিরিক্ত সচিব খন্দকার আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব রেজাউল মাকসুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক মফিদুল আলম, শিল্প পুলিশের পুলিশ সুপার, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ও ভালুকা থানার অফিসার ইনচার্জ।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রেজাউল মাকসুদ জাহেদী ভালুকায় বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “ভালুকায় দ্রুত শিল্পায়নের ফলে এখানে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠছে। সরকার এই সম্ভাবনাকে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি ভালুকার রাস্তা-ঘাটের উন্নয়ন, পৌরসভার জন্য বিশেষ বরাদ্দ এবং ট্রেড লাইসেন্স প্রক্রিয়াকে সহজ করতে ওএসএস প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দেন।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে এই ধরনের কর্মসূচি বিডার একটি নতুন ও যুগান্তকারী পদক্ষেপ, যা বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ, দ্রুত ও সহজ সেবা প্রদানে সহায়ক হবে।

কর্মশালায় বক্তারা আরও জানান, ভালুকায় বিডার এই প্রথম আয়োজন বিনিয়োগকারীদের সাথে সরকার ও প্রশাসনের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে এবং শিল্পোন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.