× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় শিক্ষার্থীদের গুণগতমান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সভা

মো. তপন সরকার, হোমনা

১৭ মে ২০২৫, ১৮:৫৮ পিএম । আপডেটঃ ১৭ মে ২০২৫, ১৮:৫৯ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে স্থাপিত রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ১৭ মে শনিবার বেলা ১১ টার দিকে রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল ইসলাম।

এ সময় রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অত্র কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মো. আমির হোসেন ভূঁইয়া, বিদ্যোৎসাহী সদস্য ও কাশীনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল গনি মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল থাকলে হবে না। অভিভাবকদেরও সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষক ও অভিভাবকবৃন্দের সূচিন্তিত মতামত পরামর্শ ও দিক-নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে আগামীতে ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.