শ্রম অধিদপ্তর থেকে ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশনসহ সেলস পেশায় নিযুক্ত দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটে ৮ দফা দাবি জানিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও সমাবেশ আয়োজন করে সভাপতি মাইনুদ্দিন প্রধান সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্যসহ সারা দেশ থেকে আগত বিক্রয় প্রতিনিধিগন ৷
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোর কর্তৃক আয়োজিত ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্তমান কেন্দ্রীয় কমিটি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানববন্ধন ও জাতীয় মিলন মেলায়অনুষ্ঠান দুইটি ভাগে বিভক্ত করা হয়। প্রথম মানববন্ধন কর্মসূচি ও আনন্দ মিছিল এবং দ্বিতীয় ভাগে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা এবং গঠনতন্ত্রের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয় ৷
বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ সুসংগঠিত হয়ে জাতীয় প্রেসক্লাব এর সামনে আজ সকালে এক ঐতিহাসিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে আগত নেতাকর্মীগণ বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ৮ দফা দাবির অনুকূলে তাদের দাবি উত্থাপন করে বক্তব্য পেশ করে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইনুদ্দিন প্রধান সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ করে সকল নেতাকর্মী প্রেসক্লাব হতে পুরানা পল্টন মোর হয়ে জাতীয় শিশু কল্যাণ পরিশোধ পর্যন্ত এক আনন্দ মিছিল আয়োজন করেন।
পরবর্তীতে দুপুর দুইটা থেকে জাতীয় শিশু কল্যাণ পরিষদের হল রুমে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইন উদ্দিন প্রধান। বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আলী ৷ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইব্রাহিম শামীম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যরা। বর্তমান কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলা হতে আগত বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত নেতৃবৃন্দ।
প্রত্যেকে তার বক্তব্যের মাধ্যমে বর্তমান সরকারের কাছে এই দাবি জানাই যে, জরুরী ভিত্তিতে সুনির্দিষ্ট নীতিমালাসহ শ্রম মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ট্রেড ইউনিয়ন গঠনের ব্যবস্থা করুন ও কোম্পানি মালিকদের প্রতি ৮ দফার এক দাবি পালনে জোর দাবি জানাই। অতি দ্রুত তাদের দাবি সমূহ না মানলে তারা প্রয়োজনে সারাদেশে একযোগে কর্মবিরতি করার ঘোষণা দেন। তাদের এই ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন ৷