× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চা বাগানে প্রবেশে ফি নির্ধারণের নির্দেশ; শ্রীমঙ্গলে শ্রম উপদেষ্টা

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

১৭ মে ২০২৫, ২০:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা বাগানগুলোতে প্রবেশে ২০ টাকা ফি চালুর নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৭ মে) সকালে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে যেমন টিউলিপ বাগান দেখতে পর্যটকদের ফি দিতে হয়, তেমনি দেশের ঐতিহ্যবাহী চা বাগান দেখতে আসা পর্যটকদের কাছ থেকে ২০ টাকা ফি নেওয়া অযৌক্তিক নয়। এই অর্থ সরাসরি চা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা যেতে পারে।

তিনি বলেন, “অনেকে শ্রীমঙ্গলে এসে ফাইভ স্টার হোটেলে ১৫-১৬ হাজার টাকা খরচ করেন। সেখানে ২০ টাকা ফি কোনো বড় বিষয় নয়। এই উদ্যোগ চা শিল্পের অর্থনৈতিক ভিত্তি ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।”

সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। শ্রম উপদেষ্টা জানান, চা শিল্পের টেকসই উন্নয়নে শ্রম, অর্থ, বাণিজ্য, শিল্প, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। পাশাপাশি শ্রমিক-মালিক-সরকারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।

সভায় সভাপতিত্ব করেন শ্রম সচিব এএইচ এম সফিকুজ্জামান। উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, শ্রম কমিশনের সদস্য তপন দত্ত, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, ইউএনও ইসলাম উদ্দিনসহ চা শ্রমিক নেতারা।

চা শ্রমিকরা এসময় বকেয়া মজুরি, স্যানিটেশন সংকট ও ভূমি অধিকার সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। একজন শ্রমিক নেতা জানান, ফুলতলা চা বাগানের মালিক ১৪শ শ্রমিকের ৬ মাসের বেতন না দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। এ বিষয়ে উপদেষ্টা তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে মালিককে খুঁজে বের করার নির্দেশ দেন।

চা শ্রমিকদের জন্য শ্রীমঙ্গলে একটি হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলেও সভায় জানানো হয়। উপদেষ্টা আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.