১৭ মে (শনিবার) বিকাল ৫টায় চট্টগ্রাম সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট এলাকায় সমুদ্রে গোসল করতে নেমে মো: সিফাত(২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান নিহত সিফাত রাস্তায় লেবারের কাজ করত, বিকালে সে সমুদ্রে গোসল করতে নেমেছিল। কন্তু বিরুপ আবহাওয়ার কারনে সমুদ্র উত্তাল ছিল এবং বিকাল ৫টায় ভাটার সময় স্রোতের টানে সমুদ্রে তলিয়ে যান। উল্লেখ্য নিখোঁজ মো: সিফাত কক্সবাজার জেলা ইনানী বিচ এলাকার সাফাতখালী গ্রামের মো: আমানউল্লার ছেলে। সে বাঁশবাড়িয়া ফেরীঘাট এলাকায় চলমান রাস্তার কাজে লেবার হিসেবে কাজ করছিল।
কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো:ফিরোজ মিয়া প্রতিবেদকে জানান অদ্য বিকালে জরুরী সেবা কল সেন্টার ৯৯৯ হতে কল পেয়ে জানতে পারি
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন।
আমরা দ্রুত টিম নিয়ে সেখানে ৫.১৫মি: উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরে সন্ধ্যা ৬.১৫মি: আগ্রাবাদ ফায়ার স্টেশন হতে ২জন ডুবুরি এনে সন্ধ্য ৭.৫০ মি: পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করি। কিন্তু আমরা নিখোঁজের কোন সন্ধান পাই নাই। আগামীকাল সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করার কথা জানান।