বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আজীবন সদস্যরা।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের আজীবন সদস্য ও সচেতন জামালপুরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি রবিবার(১৮ মে) দুপুর সাড়ে ১২ টায় দেওয়ানপাড়া থেকে বের হয়ে শহর পদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ। এদিকে দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে গঠিত কমিটি ২৪ ঘন্টার মধ্যে বাতিলের দাবি জানিয়ে দুপুর দেড় টায় জেলা প্রশাসক হাছিনা বেগমের মাধ্যমে রেডক্রিসেন্ট চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আজীবন সদস্যরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আজীবন সদস্যরা।
সমাবেশে আজীবন সদস্যরা অভিযোগ করেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে গত ৩০ এপ্রিল জেলা বিএনপি থেকে বহিস্কৃত মাহবুবুর রহমান জিলানীকে সহ-সভাপতি ও জেলা বিএনপির নেতা রেজভী আল জামালী রনজুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। পরে গত ১৫ মে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রনজুকে অপসারণ করে উক্ত পদে অসামাজিক কার্যকলাপে যুক্ত খায়রুল ইসলাম লিয়নকে স্থলাভিষিক্ত করা হয়েছে।