× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অসময়ে যমুনার তীব্র ভাঙনে বিলীন ফসলি জমি, আতঙ্কে স্থানীয়রা

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

১৮ মে ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের জিগাতলা, রামপুর ও গোপীনাথপুর এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। যমুনার ভাঙনে ঐ এলাকার প্রায় এক কিলোমিটার জায়গার ফসলের জমি নদীতে বিলীন হচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে ঘর-বাড়ী, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় লোকজন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের ভাঙনে যমুনা পূর্ব পাড়ের কয়েক একর ফসলের জমি নদীতে বিলীন হয়ে গেছে। যমুনার ভাঙন অব্যাহত থাকায় প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। কৃষকের চোখের সামনে নদী গর্ভে চলে যাচ্ছে তাদের জমিজমা। নদীর পাড়ে বসে এমন দৃশ্য দেখে নীরবে চোখের পানি ফেলছে স্থানীয় কৃষকরা।

ভাঙন কবলিত এলাকার কৃষকরা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে যমুনার ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়। এবছর বর্ষার আগেই যমুনার ভাঙনে আমাদের ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়। প্রতিবছর নদীর ভাঙনে আমাদের শত শত একর ফসলের জমি নদীতে বিলীন হয়ে যায়।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে গাইড বাঁধ নিমার্ণ ও জিও ব্যাগ ফেলার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন কার্যক্রর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গাইড বাঁধ ও জিও ব্যাগ ফেলার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.