× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে মাদকদ্রব্যের আগ্রাসন প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

১৮ মে ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে ছাগলনাইয়া সরকারি কলেজে রবিবার (১৮ মে) মাদকদ্রব্যের আগ্রাসন প্রতিরোধে করণীয় শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের অধ্যক্ষ টুটুল কান্তি সাহা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল। মূল প্রবন্ধে সোমেন মন্ডল ভৌগোলিক অবস্থানগত কারণে মাদকদ্রব্য পাচার ও অপব্যবহারের ক্ষেত্রে ফেনী জেলার ঝুঁকি, মাদক পাচারের রুট, মাদক আগ্রাসন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয়, মাদক সেবনের ক্ষতিকর দিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রয়োগসহ ইত্যাদি বিষয় তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে জীবনকে উপভোগ এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে নিজেদের গড়ে তোলার অনুরোধ জানান। এছাড়া তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ টুটুল কান্তি সাহা বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের রয়েছে সুপ্ত প্রতিভা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। কিন্তু তাদের এ প্রত্যয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক। তিনি শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকতে এবং মাদকাসক্ত সঙ্গীদের সাথে চলাফেরা করা থেকে বিরত থাকার উপদেশ দেন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন সহকারী অধ্যাপক মো: মোজাম্মেল হোসেন,প্রভাষক মো: নাছির উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে তানভীর আহমেদ সিদ্দিকী ও নাবিলা মজুমদার মাদক প্রতিরোধে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।  

সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.