কুষ্টিয়ার কুমারখালী চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর যৌন হয়রানির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও স্কুলে নিরাপদ শিক্ষা পরিবেশন নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে।
১৮ই মে (রবিবার) সকালে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় স্কুলের সাথেই চৌরঙ্গী বাজার সংলগ্ন সড়কে বেঞ্চ দিয়ে দু'ঘণ্টা রাস্তা অবরোধ করে মানববন্ধন করে শিক্ষার্থী, অভিভাবক ও বিক্ষুপ্ত জনতা। এতে ভোগান্তিতে পড়ে সড়কের যাতায়াকৃত সাধারণ পথচারীরা।
এই মানববন্ধনে অংশ নেওয়া চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন মিলন স্যার ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণির সকল শ্রেণীর মেয়েদের উপর খারাপ দৃষ্টিতে তাকাই এবং হাত ধরে আজেবাজে কথা বলে। এর আগেও মিলন স্যারের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। আমরা তার শাস্তি চাই সেই সাথে এই স্কুল থেকে তার বহিষ্কার চাই।
মানববন্ধনে অভিভাবকরা বলেন চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন উপবৃত্তি দেওয়ার কথা বলে লাইব্রেরীতে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করেছে। এই মিলন স্যার আজ একজনের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করেছে, আগামিতেও আরেকজনের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে পারে। এজন্য আমরা এর সঠিক বিচার চাই এবং অতি দ্রুততার সাথে স্কুল থেকে বহিষ্কার করার জোর দাবি জানাচ্ছি। আমাদের এই বিদ্যালয়ের অনেক ঐতিহ্য এবং সুনাম রয়েছে। এমন শিক্ষক আমরা আর দেখতে চাইনা।
চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীমউদ্দীন বলেন ৫ আগস্টে সরকার পতনের পরে মিলন স্যার তাদের সম্প্রদায়ের একজনের নামে একটি কেস ফাইল করে এবং সে কারণেই এই মেয়েকে দিয়ে তারা মিথ্যা বানোয়াট গল্প সাজাই।
এই বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান শেখ বলেন আমরা এখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।