× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় বাস খাদে পড়ে সাংবাদিক সহ আহত -৩৫

সাতক্ষীরা প্রতিনিধি।

১৯ মে ২০২৫, ১৬:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাতক্ষীরা  খুলনা- মহাসড়কে যাত্রিবাহী বাস খাদে পড়ে সাংবাদিক সহ ৩৫ জন যাত্রী আহত হয়েছে । রোববার বিকাল ৫ টার দিকে মহাসড়কের   মির্জাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে । তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

খোঁজ নিয়ে জানা  গেছে , শনিবার সকালে স্বরাস্ট্র উপদেষ্টা অব. লেফটন্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের বয়ারসিং এলাকায় বিজিবির একটি ভাসমান বিওপি ক্যাম্প উদ্ভোধন করতে আসেন ।ওই দিন সকালে একাত্তর টিভির নাদিয়া শারমিন,  দৈনিক  সংগ্রামের  নাসির উদ্দীন , নয়াদিগন্তের মিন্টু হোসাইন সহ ঢাকা থেকে২০/২৫ জন সাংবাদিকদের একটি টিম সেখানে সংবাদ সংগ্রহের জন্য আসেন । এরপর থেকে তারা সাতক্ষীরায় অবস্থান করছিলেন । আজ রোববার বিকালে সুন্দরবন পরিদর্শন শেষে  তারা সাতক্ষীরা থেকে একটি বাস যোগে ঢাকায় ফিরছিলেন । পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসা থাকা সাংবাদিকদের একটি  টিম সহ ৩৫ জন যাত্রী আহত হয়। 

প্রত্যক্ষদর্শীদের মধ্যে আব্দুল মোমিন নামে একজন জানান,  আজ রোববার বিকালে ঢাকা থেকে আগত কয়েকজন সংবাদকর্মী  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়  সুন্দরবন পরিদর্শন শেষে ঢাকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপূর এলাকায়  আসলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে পড়ে যায়। ওই সময় বাসের ভিতরে থাকা যাত্রীরা আহত হয় । পরে স্থানীয়রা ও সেখানে উপস্থিত বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে । তবে এসময় আহতরা কেউ তাদের  নাম পরিচয় জানতে চাননি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । তবে আহতরা যাত্রীরা সকলে ফিরে গেছে । 

বিষয়টি নিয়ে সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠো ফোনটি রিসিভ করেন নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.