× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।

১৯ মে ২০২৫, ১৭:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর,পি,এফ রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর বিষাক্ত বর্জ্য ছড়ায় ফেলায় ও কোম্পানির কারখানা থেকে শব্দ দূষণ রোধে মানববন্ধন করেছেন ভূক্তভোগী গ্রামবাসীরা।

সোমবার দুপুরে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামের রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজাপারা ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের জনগণ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আহাদ, গ্রামবাসী মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া ও আল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, রশনি পলি ফাইবার কোম্পানীর বিষাক্ত বর্জ্য ও পানি সরাসরি পাহাড়ি ছড়ায় পাইপ দিয়ে ফেলা হয়। তাদের এই অব্যবস্থানার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।

গ্রামের জনবসতি এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন করার কারনে দিন-রাত প্রচন্ড শব্দে মেশিন চালানো হয়। এর কারনে গ্রামবাসী শব্দ দূষনের শিকার হচ্ছেন। অনেকে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে দীর্ঘ বছর হতে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তরা। এসময় তারা আগামী ৩০ শে মে এর ভেতর যদি কর্তৃপক্ষ কোন প্রতিকারের ব্যবস্থা না নেন তাহলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে আলটিমেটাম প্রদান করেন। মানবন্ধন চলাকালে কোম্পানীর মেইন ফটক তালা দিয়ে আটকিয়ে রাখা হয়।

কোম্পানির দায়িত্বশীলদের বক্তব্য নিতে কর্তব্যরত সিকিউরিটিকে সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হলে,ভেতর থেকে জানানো হয় পরবর্তী সময়ে তারা কথা বলবেন,এখন দায়িত্বশীল কেউ নেই বলে জানানো হয়। মোবাইল নাম্বার চাওয়া হলেও তাও দেয়া হয় নাই। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন জানান,এই উপজেলায় নতুন যোগদানের পর অভিযোগের বিষয়টি যেহেতু জেনেছি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে যথাযত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.