নাটোরের সিংড়ায় গোলাম হোসেন বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে আত্মহত্যা করেছেন তিনি।
সোমবার (১৯ মে) ভোরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস চকপাড়ার ওই কৃষকের বাড়ির পাশের একটি আম গাছ থেকে বাটুলের লাশটি উদ্ধার করা হয়। নিহত কৃষক বাটুল ওই গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা বলেন, কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। কৃষক বাটুল মাঝে মাঝে জুয়া খেলতেন। জুয়ায় লাখ টাকা হেরে বাড়ি ফিরে বউয়ের সাথে ঝামেলা হয়। পরে বউ তার বাপের বাড়িতে চলে যায়। জুয়ায় টাকা হেরে ও বউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাগ এবং ক্ষোভে রাতের যে কোনো সময় আত্মহত্যা করেন তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।