× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি।

১৯ মে ২০২৫, ১৯:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরের রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৮ মে) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আমিনুর হাওলাদারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়। পরে টেকেরহাট কেসি গোল্ড টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বাসস্ট্যান্ড গোল চত্ত্বরে এসে শেষ হয়।

এসময় রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, রাজৈর পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শেখ, রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন, সদস্য সচিব তরিকুল মাতুব্বর, রাজৈর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইদুল আকন, রাজৈর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার বলেন, যারা ১৭ বছর স্বৈরাচারের দোষর ছিল, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল তারা নতুন একটি সংগঠনে যোগ দিয়ে আমাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। এইসব দুষ্কৃতকারীকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি। আগামীতে আমাদের দলের বিরুদ্ধে কোন আওয়ামী দুষ্কৃতকারী এই ধরনের দুঃসাহস দেখালে কঠোর হস্তে প্রতিহত করা হবে।

রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন বলেন, খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহিম হাওলাদার বলেছেন আমরা নাকি মাছ বাজারে চাঁদাবাজি করি। আমি মাছ বাজারের ইজারাদার। আমি লিগাল ভাবে ইজারা পেয়ে ওইখানে খাজনা তুলতে গেছি। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওইখানে একটা সিন্ডিকেট করে রাখছে। আমরা খাজনা তুলতে গেলে আমাদের দেওয়া হয় নাই এবং আমাদের হুমকি দিয়ে বলেছে যদি খাজনা তুলতে যাই তাহলে আমাদের হাত-পায়ের রগ কেটে ফেলবে। তারা এনসিপি নামক একটি দলের সাথে যোগ দিয়েছে কিন্তু তারা ছিল আওয়ামী লীগের দোসর।

প্রসঙ্গত, গতকাল (১৭ মে) জাতীয় নাগরিক কমিটি (এনসিসি) ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছা পোষণ করেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ীরা। এসময় রাজৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে টেকেরহাট মাছ বাজারের মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ২০ টাকা খাজনার জায়গায় ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ তোলেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.