× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে ঘূর্ণিঝড়ে পোল্ট্রি ব্যাবসায়ী আনোয়ার সর্বস্বান্ত, ৪০ লক্ষ টাকার ক্ষতি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

২০ মে ২০২৫, ১৭:৪৩ পিএম । আপডেটঃ ২০ মে ২০২৫, ১৭:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রামপালে হটাৎ করে ঘূর্ণিঝড়ের আঘাতে পোল্ট্রি ব্যাবসায়ীর ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে ব্যাবসায়ী শেখ আনোয়ার হোসেন সব হারিয়ে পথে বসে গেছেন বলে জানা গেছে। 

তিনি জানান, মেসার্স আরাফাত পোল্ট্রি ফার্মটি জনতা ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা লোন নিয়ে এবং বিদেশে চাকুরী করে জমানো সব টাকা দিয়ে একটি পোল্ট্রি ফার্মটি গড়ে তোলেন।

কিন্তু গত ১২ মে হটাৎ একটি ঘূর্ণিঝড়ে লেয়ার মুরগীসহ ২ টি সেড পুরোপুরি বিধ্বস্ত হয় এবং একটি আংশিক বিধ্বস্ত হয়। এর মধ্যে ২ টি সেড, ১ টি আংশিক, ৯০০ শত লেয়ার মুরগী, ১০ বস্তা ফিড, অটো ওয়াটার ফিডার সিস্টেম, অন্যান্য সরঞ্জাম ও জীবিত মুরগী স্থানান্তর ব্যায় ধরে মোট ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়। তিনি জানান, তার জমানো টাকা ও গিলাতলা ব্রাঞ্চ ৩০ লক্ষ টাকা ঋণ নিয়ে তিলে তিলে খামারটি গড়ে তোলেন। খামার বিধ্বস্ত হয়ে এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে তিনি পথে বসার উপক্রম হয়েছেন। এখন ব্যাংকের ঋণের কিস্তির ঘানি টানতে তিনি হিমশিম খাচ্ছেন। তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যে খামার পরিদর্শণ করেছেন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.