× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে ফ্রি চক্ষু ক্যাম্প

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২০ মে ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীর ডোমারে ডিসিআই ও আরএসসির উদ্যোগে ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) জেলা পরিষদ ডোমার ডাক বাংলো মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চেধৗরী তুহিন।

উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত একটি মানুষও যেন চোখের বিনা চিকিৎসায় কষ্ট না পায় সেজন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার অঙ্গীকার।

উক্ত চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্‌ফর আলী, বিএনপি নেতা ইউসুফ প্রধান প্রমুখ।

ফ্রি চক্ষু ক্যাম্পে ১০০০ এর অধিক অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪০০ জন ছানি রোগী, ৬০০ জন চশমার রোগী শনাক্ত করা হয়। উক্ত ক্যাম্পে মোট ৫৫০ জন রোগীকে ক্যাম্প থেকে চশমা প্রদান করা হয়েছে। ৬৫০ জন রোগীকে ওষুধ প্রদান করা হয় ও ছানি রোগীদের আগামী ২১ ও ২৩ মে, ২০২৫ মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.