× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

২০ মে ২০২৫, ১৮:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের নির্দেশনায় ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ সদর সহ ও ৯ টি উপজেলা কমিশনার, সম্পাদক, স্কাউট লিডার, কাব লিডার, সহকারী কমিশনার  ও গার্লস ইন স্কাউটদেরকে নিয়ে ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০মে) সকাল১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের সার্কেট হাউজ  মিলনায়তন হলরুমে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে  ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের  উদ্বোধনী অনুষ্ঠিত হয়।  শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠ,  প্রার্থনা সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। 

অনুষ্ঠানে  জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস  সিরাজগঞ্জ ও পাবনা  সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন,জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন করেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সহ-সভাপতি গনপতিরায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক গণপতি রায় বলেন,  স্কাউটদের দক্ষতা বৃদ্ধির ও স্কাউটিং কারর্যক্রমে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সকলের আলোচনা মাধ্যমে আগামী এ বছরের জন্য ও আগামী বৎসরের জন্য কর্মপরিকল্পনা তৈরী করা দরকার। আজকে জেলা স্কাউটসের ২২ তম, মাল্টিপারপাস ওয়ার্কশপে স্কাউট কার্যক্রমকে গতিশীল রাখতে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও আরও আন্তরিকভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখব।  এই স্কাউটিং কার্যক্রমকে  টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউট ও স্কাউট দলকে সঠিক ভাবে পরিচালনা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে ২০২৪-২০২৫ সালের বাস্তবায়িত কর্ম পরিকল্পনা পর্যালোচনা উপস্থাপন ও ওয়ার্কশপ সুপারিশমালা পেশ করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি),এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি সরকার ছানোয়ার হোসেন (এলটি), জেলা মাধ্যমিক বিদ্যালয় শাখা সহকারী পরিদর্শক মাকসুদা পারভীন, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উপ- কমিশনার মোঃ মাছুম বিল্লাহ মাহী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা কাব লিডার মোঃ আইউব, জেলা স্কাউট লিডার মোঃ আব্দুস সবুর, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মোঃ রেজাউল করিম, স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর  উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট), সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.