বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি রুমা উপজেলা পরিষদ ও রুমা আবাসিক উচ্চ বিদ্যালয় ও থানা, এবং বগালেক,মুনলাই পাড়াতে পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকাল (১০ মে ) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি রুমা উপজেলা নির্বাহি অফিসে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরীসহ, উপজেলার সকল বিভাগের কর্মকর্তারা স্বাগত জানান।
এসময় জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, এর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে এক মত বিনিময় সভা আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী ,৩৬ বীর রুমা জোন প্রতিনিধি ক্যাপ্টেন আল জাকারিয়া নির্ঝর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী উপজেলা জনপ্রকৌশলী স্বপন চাকমা , কৃষি কর্মকর্তা পক্ষের প্রতিনিধি, মারটিং বম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা :কাওছার আলী এবং উপজেলার ৪ ইউনিয়ন চেয়ারম্যান, সহ সকল মৌজা হেডম্যান উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি তিনি বলেন, পর্যটক স্পটগুলো সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধি সহযোগীতা মাধ্যমে অচিরে খোলা হবে।এবং রুমা স্বাস্থ্য কমপ্লেক্স সু-চিকিৎসা, প্রাথমিক বিদ্যালয় স্কুলের অধিকাংশ খাস বিষয়, এবং ইউনিয়ন টুল ট্যাক্স বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বগালেক, মুনলাই পাড়াতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে চাউল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।