× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরা জব্দ,আটক ২

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২০ মে ২০২৫, ১৮:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কালাকুমা থেকে পাচারকালে ৩৮ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে এ সময় দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। সোমবার (২০ মে) ভোররাতে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পানিহাটা এলাকার নূর মোহাম্মদের পুত্র ওমর ফারুক(৩২) ও অন্যজন উপজেলার তারানী এলাকার রবি হোসেনে'র পুত্র আশরাফুল করিম রাসেল (৩০)। দুজনই দীর্ঘদিন ধরে সীমান্ত পথে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা ভোররাতে অভিযান চালাই। তখন ইঞ্জিন চালিত ভটভটিতে তল্লাশি করে মোট ৩৮ বস্তায় সর্বমোট ১১৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৭০ হাজার টাকা।”

উদ্ধারকৃত ভারতীয় জিরার বিস্তারিত:

K.S. GOLD ব্র্যান্ডের জিরা: প্রতি বস্তায় ৩০ কেজি করে ৩৬ বস্তায় ১০৮০ কেজি

CHAND TARA ব্র্যান্ডের জিরা: প্রতি বস্তায় ৩০ কেজি করে ২ বস্তায় ৬০ কেজি সহ সর্বমোট ১১৪০ কেজি জিরা এবং এর বাজারমূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা

চোরাচালানে ব্যবহৃত ইঞ্জিন চালিত ভটভটি গাড়ীটি জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। নালিতাবাড়ী থানা মাদক ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.