× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৪ দফা দাবিতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের কলমবিরতি

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি ।

২০ মে ২০২৫, ১৯:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

স্বাধীনতার ৫৪বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অধিকার আদায়ে ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন লক্ষ্মীপুরের সাংবাদিকরা। মঙ্গলবার (২০ মে) বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়। 

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মফস্বল সাংবাদিকদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য মীর ফরহাদ হোসেন সুমন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক সাইফুল মনির বেলাল, ড্যানি চৌধুরী, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রাজিব হোসেন রাজু,হাছান মাহামুদ শাকিল, জামাল উদ্দিন বাবলু, আব্দুল মালেক নিরব, ফয়সাল কবির ও শরীফ হোসেন,তৌহিদুর ইসলাম কবির প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.