× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালথায় প্রতিবেশির চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণ, অবরুদ্ধ ৫টি পরিবার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

২০ মে ২০২৫, ১৯:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের সালথায় চলাচলের পথে নতুন ঘর নির্মাণ করে প্রতিবেশির পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আছাদ মাতুব্বর নামক এক ব্যক্তির বিরুদ্ধে। পৈত্রিক সম্পত্তির উপর স্থাপিত ঐ পথ দিয়ে ৫০ বছরেরও বেশি সময় ধরে রাজ্জাক মাতুব্বরসহ ৫টি পরিবার বসতভিটায় যাওয়া আসা করলেও প্রভাব খাটিতে সেখানে নির্মান করা হয়েছে নতুন ঘর। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে ৫টি পরিবার।

আজ (২০ মে) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে গিয়ে এই দৃশ্য দেখা যায়। এরমধ্যে রাজ্জাক মাতুব্বর (৪০) ওই গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে। সে পেশায় একজন দিনমজুর শ্রেণির মানুষ। বসত ভিটায় ঢোকার একমাত্র পথটি বন্ধ হওয়ায় অবরুদ্ধে হয়ে পড়েছে রাজ্জাক মাতুব্বরসহ ৫টি পরিবার।

ভুক্তভোগীরা জানায়, রাজ্জাকের চাচাতো ভাই প্রতিবেশী আছাদ মাতুব্বররা রাস্তার পাশ দিয়ে দখলে রেখে চলাচল করতো। অপরদিকে রাজ্জাকদের চলাচলের পথ ছিলো তাদের বাড়ির উপর দিয়ে। হঠাৎ সেই পথের উপর আছাদ মাতুব্বরা নতুন ঘর নির্মাণ করে। সমস্যা নিরসনে স্থানীয় ভাবে সালিশ মিমাংসা হলেও সুফল পায়নি ভুক্তভোগি ওই পরিবারগুলো। ন্যায় বিচার নিশ্চিত করতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে থানায় বসে শালিশ হলে মেনে নেয়নি প্রভাবশালী আছাদ মাতুব্বরা।

ভুক্তভোগী রাজ্জাক মাতুব্বর বলেন, দীর্ঘ গ্রায় ৫০ বছর যাবৎ আমি ও আমার পরিবারের লোকজন চাচাতো ভাই আছাদ মাতুব্বরদের বাড়ির ভিতর দিয়ে চলাচল করতাম। হঠাৎ ওই পথের উপর দিয়ে ঘর নির্মান করে আমাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। এতে আমরা পাঁচটি পরিবার এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছি।  এই বন্দিদশা থেকে মুক্তি পেতে আমরা গ্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত আছাদ মাতুব্বর বলেন, আমি কারো পথ বন্ধ করি নাই। তাদের চলাচলের জন্য অন্য জায়গা দিয়ে পথ দিয়েছি। থানায় একতরফা সালিশ করেছে, আমরা তা মানি নি।

আটঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জয়নাল বলেন, আমি এই বিষয়ে তেমন কিছু জানি না। আমাকে কেউ এ বিষয়ে জানায় নি। শুনেছি থানায় কয়েক তরফা সালিশ হয়েছে। যেখানে কোন সমাধান হয়নি।

সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, রাজ্জাক মাতুব্বরের অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে ডেকে এলাকার শান্তির লক্ষে মিমাংসা করার চেষ্টা করেছি। কোন পক্ষ না মানলে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.