× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২০ মে ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আসাদ চন্দ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২০মে) সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে। 

পুলিশ সুত্র জানায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ছিল মঙ্গলবার। এদিন জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে আসেন আসাদ। পরীক্ষা শুরুর প্র্যাকালে কাগজ পত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সাথে তার ছবির মিল না থাকায় আটক করা হয় তাকে। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে। 

অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে আসি। আমার ভুল হয়ে গেছে। 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশ কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৫১জন পরীক্ষার্থী
ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.