ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটা সময় প্রতিবন্ধীদেরকে সমাজের বোঝা মনে করা হতো, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,তারা সমাজের একটা সম্পদ।
তিনি আরও বলেন,তাদেরকে একটু যত্ন নিলে, একটু স্নেহের পরশ দিলে তাদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে তা বের হয়ে আসবে। এতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকারিয়া ফারুক।
ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান আরিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সুইড ফেনী শাখার সভাপতি আবুল কালাম আজাদ সেলিম,জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা: আমির খসরু,জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন সুইড ফেনী শাখার অর্থ সচিব গোলাম হায়দার মজুমদার।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এতে মোট ৭৩ জন শিক্ষার্থী ও ৩ জন অভিভাবককে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ছাড়াও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।