কয়েকদিনের অবিরাম থেমে থেমে বৃষ্টি হলেও সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিভাগীয় নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর অলিগলি ও নিম্নাঞ্চলের রাস্তা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। যার কারনে চরম দুর্ভোগে পরেছে নগরবাসী।
মঙ্গলবার (২০ মে) সকালে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে রংপুরে গত দুই দিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে জানিয়েছেন তিনি।
নগরীর ফুসফুস বলে খ্যাত শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়িঘর ও অলিগলি রাস্তায় প্রবেশ করে। নগরীর উপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ এই শ্যামা সুন্দরী খালের অনেক স্থান তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে।
এদিকে টানা বৃষ্টির কারনে নগরীর মুন্সিপাড়া, মুলাটোল, বাবু খাঁ, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমানতলাসহ কমপক্ষে ২০ থেকে ২৫ টি মহল্লার বাড়ি ঘর এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পরেছেন। সেই সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা পরেছেন বিপাকে।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আকস্মিক অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধানক্ষেতসহ রবি শস্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।