× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়ির মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের অভাব নিয়ে জনমনে তীব্র ক্ষোভ

মো আরিফুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৫:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে গত রাত আনুমানিক ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে সহায়তা পাওয়া সম্ভব হয়নি। উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। পুলিশ, বিজিবি সদস্য এবং স্থানীয় জনগণ অক্লান্ত চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে তখন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের অনেকেই তাদের সব কিছু হারিয়ে এখন নিঃস্ব।

এই ঘটনার পর আবারও নতুন করে উঠে এসেছে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি। দীর্ঘদিন ধরেই উপজেলার জনগণ একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ইউনিট চেয়ে আসছে। অথচ এখনো সেই দাবি পূরণ হয়নি।

এদিকে মাত্র কিছুদিন আগেই সাজেক অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপদস্থ কর্মকর্তারা ছুটে গিয়ে পরিদর্শনের পরপরই সেখানে দুটি ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। কিন্তু বছরের পর বছর ধরে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বাঘাইছড়ি এখনো থেকে গেছে সরকারি নজরবিহীন।

স্থানীয় ব্যবসায়ী আসিফ বলেন, সাজেক ট্যুরিস্ট এলাকা বলে গুরুত্ব পাচ্ছে, অথচ বাঘাইছড়ি তো পুরো উপজেলাবাসীর জীবন-জীবিকার কেন্দ্র। কতবার আবেদন করেছি, মিছিল করেছি, লিখিত দিয়েছি, কেউ শুনলো না। আজ আমাদের সব কিছু পুড়ে গেলো, এবার কি জেগে উঠবে প্রশাসন?

এই ঘটনা শুধু একটি বাজার বা কিছু দোকানদারের ক্ষতির নয়, এটি একটি বড় প্রশাসনিক ব্যর্থতা বলে মনে করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা থেকে বঞ্চিত রাখার ফলে প্রতিবছর এভাবেই ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে উপজেলাবাসীকে।

বাঘাইছড়ি উপজেলাবাসীর বরাবরের মতো একটাই প্রশ্ন-আর কত আগুনে পুড়লে ফায়ার সার্ভিস আসবে?

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.