জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভিডব্লিউবি (পূর্বের নাম ভিজিডি) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১৬৫ বস্তা চালসহ একটি টলি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে ডোবায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার ভাসিলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটাখোলা খাদ্য গুদাম থেকে সরকারি খাদ্য সহায়তার চাল নিয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ভাসিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্যালো মেশিন চালিত টলি গাড়ি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। গাড়িতে থাকা ১৬৫ বস্তা চালের ৪০-৫০ বস্তা একেবারে পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। বাকি চাল উদ্ধার করে পরিষদে নেওয়া হয়েছে।
এবিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন মন্ডল বলেন, খাদ্য গুদাম থেকে ভিডব্লিউবির চাল টলিতে করে নিয়ে আসার সময় টলি সামনের চাকার এক্সেল ভেঙে চালসহ রাস্তার পাশের ডোবায় পড়েছে। ১৬৫ বস্তা চালের মধ্যে ১২৫ বস্তার মত শুকনো উদ্ধার করতে পেরেছি। বাকিগুলা পানিতে ভিজে নষ্ট হয়েছে। আগামী রবিবার এসব চাল বিতরণেন কথা রয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন আহম্মেদ বলেন, খাদ্য গুদাম থেকে পরিষদে চাল নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে পানিতে পড়েছে। নষ্ট চালের বদলে ভাল চাল দেওয়া হবে কিনা সেটি ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।