× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ধান খেত থেকে বিরল অজগর উদ্ধার, বনে অবমুক্ত

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া গ্রামে ধান খেত থেকে এক বিরল প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে স্থানীয় কৃষকদের তৎপরতায় অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুরে সাপটিকে মধুটিলা বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের কাঠমিস্ত্রী মোবারকের বাড়ির পাশে একটি বোরো ধান খেতে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ তারা খেতে অজগরটি দেখতে পান। এরপর তাৎক্ষণিকভাবে সাহসিকতার সঙ্গে সাপটিকে একটি বস্তায় ভরে স্থানীয় বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে বন বিভাগের মধুটিলা রেঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে। পরে মধুটিলা বনে সাপটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বিট কর্মকর্তা কাউসার হোসেন, বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিনসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা।

বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি একটি বিরল প্রজাতির অজগর, যা সাধারণত বনাঞ্চলেই বসবাস করে। কৃষি এলাকায় এমন সাপের উপস্থিতি আশ্চর্যজনক হলেও এটি হয়তো খাদ্যের খোঁজে লোকালয়ে চলে এসেছে।

স্থানীয় জনগণ এবং বন বিভাগের আন্তরিক সহযোগিতায় সাপটি নিরাপদভাবে উদ্ধার ও অবমুক্ত করা সম্ভব হয়েছে, যা পরিবেশ রক্ষায় একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.