× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ারকে দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক করায় আনন্দ মিছিল

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৮:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে মনোনীত করায় চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০ মে মঙ্গলবার বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মোমাহামুদুর রহমান (মাদু)'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হকপ্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোমাসুদুর রহমান মাসুদনুরুল হুদা বাবরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন মেম্বারবাবু খানউপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরীচন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলামদোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহাফুজুর রহমাননওশা মিয়া সওদাগরখুরশিদ আলম চৌধুরীমাষ্টার রিয়াজ উদ্দিনআবদুস সালাম কোম্পানিগোলাম রাসুল বাবুলসেলিম উদ্দিনমুজিবুল হক খোকাআমীর হোসেনফয়েজ আহমেদসিরাজুল মোস্তফামাহফুজুর রহমানকামাল উদ্দিন তালুকদাররশীদ আহমদ হিরোশাহজান চৌধুরীমোজাম্মেল হক মেম্বারএসকান্দর মীর্জাশাকিল মাহমুদ চৌধুরীসেলিম উল্লাহচন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরীসাইফুল ইসলাম হিরুআবু ছাদেক সিবলুএডশফিউল হক চৌধুরী সেলিমসাবেক পৌর কাউন্সিলর নুরুল কবিরআল মাহামুদ হিরুফোরকান সোলেমানজয়নাল আবেদীনমামুনুর রশীদআবদুল আজিজইসমাইল সওদাগরনাসিরউদ্দিনহামিদুর রহমান খানআবদুল মান্নান রানারিয়াদ হোসেন মিনহাজুর রহমান অমিত,  বিএনপির নেতা যথাক্রমেমোশহীদুল ইসলাম,  রেজাউল করিম চৌধুরীসিকান্দার বাদশাআকতার হোসেনমাজেদ,ইফতিয়ার উদ্দিন সুমনমোফরিদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.