× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৮:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।  বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে পলাশপুর জোন সদরে এসব সহায়তা প্রদান করেন ৪০ বিজিবির (খেদাছড়া ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে মসজিদ ও মন্দির ছাড়া ও ১৯ জন স্থানীয় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে সাড়ে ১৩ বান্ডিল ঢেউটিন, দুইটি সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীকে পাঠ্যবই ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান, ইলেকট্রিক সরঞ্জামাদি ও নলকূপ (পাইপসহ) প্রদান করা হয়। একই সময়ে একজন অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। 


 একইদিন পলাশপুর জোন সদরে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ ‘র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দুই শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 


বিজিবির খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানিবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি এ জনপদে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে। 


এদিকে বিজিবির এমন মানবিক কর্মকান্ডের প্রশংসা করেছেন উপকারভোগীরা। বিজিবির মানবিকতার প্রশংসা করে উপকার ভোগী মরিয়ম আক্তার ও বৃদ্ধ আব্দুল মতিন বলেন, বিজিবির কল্যাণে এখানকার গরীব ও অসহায় মানুষ মানিবক সাহায্যের পাশাপাশি বিনামুল্যে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ পেয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.