× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে সরকারি ১৮৩ বস্তা চাউল উদ্ধার

মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি ।

২১ মে ২০২৫, ১৮:২২ পিএম । আপডেটঃ ২১ মে ২০২৫, ১৯:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের বদরগঞ্জ সরকারি চাউল রাতের অন্ধকারে পাচারের উদ্দেশ্য ট্রলিতে নিয়ে যাওয়ার সময় আটক করে এলাকাবাসী।

গত (২০মে) রাত ৯ টায় মধুপুর ইউনিয়নের বোটঘর এলাকায় ব্যবসায়ী বাপ্পি সাহা নামের এক গোডাউন ঘরের সামনে ট্রলিতে থাকা ১৫ বস্তা চাউল সরকারি আটক করা হয়। এই সরকারি চাউল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান ঘটনাস্থল থেকে চাউল উদ্ধার করে এল এস ডি গোডাউনে জমা রাখেন।বুধবার বিকাল ৪টায় বুধবার সেই গোডাউনে আবারো অভিযান চালিয়ে ২৭ বস্তা চাউল উদ্ধার করে এল এইচ ডি গোডাউনে জমা দেন। এ বিষয়ে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ফুড অফিসার কে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

এলাকাবাসীর অভিযোগ ব্যবসায়ী বাপ্পি সাহা রাতের আঁধারে সরকারি খাদ্য অধিদপ্তরের চাউল গুলো তার নিজের গোডাউনে ঢোকানোর জন্য নিয়ে আসে। এলাকাবাসীরা সরকারি খাদ্য অধিদপ্তরের চাউলের বস্তা দেখে আটক করে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান তারা।

পরে নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান এসে চাউল গুলো জব্দ করে নিয়ে যান।

এলাকাবাসীরা আরো জানান, বদরগঞ্জ উপজেলার যেকোনো একটি ইউনিয়নের এই চাউলগুলো। বর্তমানে ইউনিয়ন পরিষদ গুলোতে দোস্ত মাতার চাউল বিতরণ করা হচ্ছে। গরীব দুঃখীদের সেই চাউল বিতরণ না করে বাপ্পি সাহার কাছে বিক্রি করে দেন। সেই চালগুলোন এই ট্রলিতে আটক করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাউল ব্যবসায়ী বাপ্পি সাহা মুঠোফোনে বলেন, সরকারি চাউলগুলো বিভিন্ন ইউনিয়ন থেকে কিনে নিয়েছি। আমি ফুলবাড়িতে মুড়ির মিলে নিয়ে যাওয়ার জন্য আমার গোডাউনে ট্রলি পাঠিয়েছি। এলাকাবাসীর লোকজন ভুল বুঝে আমার চাউল গুলো আটক করেছে।

এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলা ফুড অফিসারের বিপ্লব কুমার সিং এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চাউল গুলো বর্তমানে এলএসডি গোডাউনে আছে। তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমান বলেন, গতকাল রাতে ১৫৬ বস্তা জনতার হাতে আটক হওয়া চাউল গুলোর উদ্ধার করে এল এস ডি গোডাউনে জমা দেওয়া হয়েছে। আজ বিকেল চারটায় আরো ২৭ বস্তা চাল গোডাউন থেকে উদ্ধার করে মোট ১৮৩ বস্তা চাউল এল এসডি জমা দেওয়া হয়েছে। তদন্ত জন্য ফুটো অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে।পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.