গত মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে মৃত তাজবুল ইসলামের বাড়িতে এবং ছত্রাজিতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামে মৃত জালাল উদ্দিন (৭০) বাড়িতে উপস্থিত হয়ে প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলি, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মিজানুর রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যন ও মেম্বারগন সহ গণ্যমান্য ব্যক্তিবগ্য। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলি মৃত পরিবারকে শান্তনা দেন এবং সমবেদনা জ্ঞাপণ করে তাদের পার্শে থাকার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য যে গতকাল মঙ্গলবার বিকালে মাঠে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হয়।