× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বারবার সাইকেল চুরি, এবার ধরা: জবিতে চোরকে গণধোলাই

জবি প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাইকেল চুরির ঘটনায় এক যুবককে হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। পরে উত্তেজিত ছাত্রদের গণধোলাইয়ের শিকার হন তিনি। অভিযুক্ত ওই যুবক অতীতেও অন্তত পাঁচবার ক্যাম্পাস এলাকা থেকে সাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আছেন এবং পুলিশে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে তিনি সাইকেল চুরির কথা স্বীকার করেন। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে গণধোলাই দেয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে প্রক্টর অফিসে নিয়ে যান।

প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম মো. সজিব মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের স্থায়ী বাসিন্দা (হোল্ডিং নং: ৪৭৭, ডাকঘর: কাইতলা-৩৪১৭)। বর্তমানে তিনি রাজধানীর বংশালের নাজিরাবাজার এলাকার ২১/২ কাজী আলাউদ্দিন রোডে ঈদু মিয়া নামক এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তের পরিচয় যাচাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.